সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দর বাজারের জেল রোডে সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দর বাজার এর বিপরীত পাশে কারা উপ মহাপরিদর্শক, সিলেট কার্যালয়ের সম্মুখে প্রিজন্স পাবলিক স্কুল অবস্থিত। সিলেট কারা প্রশাসনের উদ্যোগে ০১ ডিসেম্বর, ১৯৭৭ সালে প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট (সাবেক অবৈতনিক কারা প্রাথমিক বিদ্যালয়) এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। তৎকালীন মাননীয় কারা মহাপরিদর্শক কর্নেল এএসএম আব্দুল হক বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ৩১ জানুয়ারি, ১৯৮৯ তারিখ মাননীয় কারা মহাপরিদর্শক কর্নেল মুজিবুর রহমান বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন। শুরুতে ১৭৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরম্ভ হয়। বর্তমানে প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট এ তিন শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। ২০০৯ সালে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হওয়ার পর থেকে প্রিজন্স পাবলিক স্কুল, সিলেটের শিক্ষার্থীরা এ পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত থাকার পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে।
সিলেট কারা বিভাগের মাননীয় কারা উপ মহাপরিদর্শক জনাব মোঃ ছগির মিয়া ও সিলেট কেন্দ্রীয় কারাগারের মাননীয় সিনিয়র জেল সুপার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব হালিমা খাতুন মহোদয়ের দিকনির্দেশনায় প্রিজন্স পাবলিক স্কুল, সিলেটকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিলেটের অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সুনামের সাথে পরিচালিত হওয়ার পাশাপাশি অত্র অঞ্চলের প্রাথমিক শিক্ষায় প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
" ঊষর মরুর ধূসর বুকে একটি যদি পাহাড় গড়, একটি মানুষকে মানুষ করা তার চাইতে অনেক বড়।"
মানুষ গড়ার এ মূলমন্ত্রটি কার্যে পরিণত করে চলেছে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অত্র এলাকার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীকে পরিণত হচ্ছে। মা-বাবা সন্তানের জন্মদান করেন এবং প্রতিপালনও করেন। সন্তান সাধারণত পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান হতে জ্ঞান আহরণ করে।
নৈতিক ও মানবিক চরিত্র গঠনে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট শিক্ষার্থীদের শুধুমাত্র জ্ঞান অর্জন, চারিত্রিক বিকাশ সাধন ও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার মাধ্যমে সুনাগরিক ও সামাজিক মানুষে পরিণত করে না বরং তাদের উচ্চতর শিক্ষা গ্রহণের ভিত্তিও মজবুত করে দেয়।
এ প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে উজ্জীবিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের কাঙ্খিত সাফল্যের স্বর্ণ চূড়ায় পৌঁছানোর পথে স্কুল পরিচালনা পর্ষদ, মেধাবী শিক্ষকবৃন্দ ও সকল শুভানুধ্যায়ী সার্থকভাবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
আমি এই বিদ্যালয়ের অভূতপূর্ব সাফল্য কামনা করছি।
-
মো: ইসলাম আলী
প্রধান শিক্ষক,
প্রিজনস পাবলিক স্কুল, সিলেট।
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর সাথে এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাও। এই ধারাবাহিকতারই অংশ সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃক পরিচালিত প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠান সাধারণ মানের শিক্ষার্থীদের অসাধারণ ফলাফল অর্জন ও নিজেকে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করে। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গুণীজন ও নেতৃবর্গসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে পরিচালনা কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এবং দক্ষ প্রধান শিক্ষকের নেতৃত্বে মেধাবী শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট চালু হওয়ায় প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আধুনিক প্রযুক্তির বদৌলতে সারা পৃথিবীর তথ্য ও জ্ঞান মুহূর্তের মধ্যে লাভ করছে শিক্ষার্থীরা। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের ছাত্র-শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি আগামীতে আরো উৎকর্ষ লাভ করবে। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করছি।
-
হালিমা খাতুন, সিনিয়র জেল সুপার
ও
সভাপতি, প্রিজন্স পাবলিক স্কুল, সিলেট।