শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান কার্যক্রমে উপস্থিত থাকা প্রসঙ্গে।

এতদ্বারা প্রিজন্স পাবলিক স্কুল,সিলেট এর সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের বর্তমান অবস্থা বিবেচনান্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের  সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ পাঠদানের নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় প্রিজন্স পাবলিক স্কুল,সিলেট  এর  পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। কিছু শিক্ষার্থী ও অভিভাবকগণ অযোক্তিক  কিছুৃ কারণ দেখিয়ে সন্তানকে  স্কুলে পাঠাচ্ছেন না । তাকে দৈনন্দিন পাঠদান থেকে বিরত রাখছেন যা আপনার সন্তানের জন্য অফুরন্ত ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।কোনো অযোক্তিক অজুহাত সৃষ্টি না করে আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান এবং তাকে পাঠদানে মনোযোগী হওয়ার পরিবেশ তৈরী করুণ এতে করে আমাদের প্রতিষ্ঠানের সুনাম  এবং আপনার সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। শ্রেণিকক্ষে শিক্ষক কী পাঠদান করেছেন তা তদারকি করুণ। বিদ্যালয়ের দেনা পাওনা যথাসময়ে পরিশোধ করুণ। কারা প্রশাসন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান “ প্রিজন্স পাবলিক স্কুল,সিলেট” এর সুনাম প্রতিষ্ঠায় আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য

প্রধান শিক্ষক

প্রিজন্স পাবলিক স্কুল,সিলেট।

© All rights reserved © 2023 Edufin
Design & Developed BY CoderSys.Com